সৌদি আরব যাওয়ার আগে আপনার কাজের খাত থেকে অনুমতি পেতে আপনার একটি কাজের ভিসা দরকার।

সৌদি আরব এমন একটি দেশ যেখানে আপনার বেতনের উপর কর দেওয়ার দরকার নেই। এটি এই দেশ সম্পর্কে সবচেয়ে বড় জিনিস  আপনি যখন কাজ করছেন এবং উপার্জন করছেন তখন আপনি সংরক্ষণ করতে পারবেন।

সৌদি ব্যবসায়ের পক্ষে সবচেয়ে কঠিন জায়গা হতে পারে তবে এটিও সবচেয়ে বেশি ফলপ্রসূ দেশ। নিয়োগকর্তারা তাদের কাজের দক্ষতা বিকাশ করতে পারে বলে এটি খুব আগ্রহের সাথে লক্ষ্য করতে পারে।

সৌদিতে জীবনযাত্রার ব্যয় অনেকটা কম এবং তাদের জীবনযাত্রাও সন্তোষজনক হবে।

এছাড়াও আপনি এখান থেকে অন্যান্য জায়গায় ভ্রমণ করতে পারেন। কারণ এটি বহু শীর্ষ ভ্রমণ গন্তব্যের কেন্দ্রে রয়েছে।

এটি সাধারণভাবে একটি গরম দেশ তাই তাদের পানীয় এবং খাবারগুলিও সস্তা এবং সাশ্রয়ী মূল্যের। এখানে, আপনার জীবন সঠিক জায়গায় কাজ করে ভাল হয়ে উঠতে পারে।

 

কেন আপনি সৌদিআরবে জব ভিসা নিয়া যাবেন :-

 

* আপনি যদি সৌদিআরবে কোনো ভালো কোম্পানিতে  ভিসা নিয়ে যান ,তাহলে সেই কোম্পানির আকামা, থাকার জায়গা সব কোম্পানি বহন করবে  ,আবার অনেক ভালো কোম্পানি আছে যারা  থাকা আকামা  খাবার সব কিছু  কোম্পনি বহন করে , যেটা অনেক দেশের কোম্পানি এ সব কিছু বহন করেনা, এতে করে একজন ওয়ার্কার বছোরে অনেক টাকা সেভ করে.

 

* সৌদিআরবে জীবন ব্যবস্থা অনেক সুন্দর এবং আইন কানুন খুব করা করি ,এ কারণে এখানকার  ওয়ার্কার  এ দেশে  কোনো অবৈধ কাজে টাকা অপব্যায় করেনা এর ফলে তাদের মাসে অনেক টাকা সেভ হয়.

 

* যদিও সৌদিআরবে গরম অনেক বেশি , তাই তাদের পানি এবং  খাবার গলি অনেক সস্তা .

 

* একজন ওয়ার্কার যখন দীর্ঘদিন সৌদিআরবে কোনো ভালো কোম্পানিতে  চাকরি করে , সে কোম্পানির  চাকরির পাশাপাশি বাহিরে যেকোনো জায়গা পার্ট টাইম কাজ করে , এতে করে মাসে অনেক টাকা ইনকাম করে , যেটা অন্য দেশে কোনো ক্রমে সম্ভব নয়

 

জরুরি ভিত্তিতে সৌদিআরবে বিভিন্ন সেক্টরে লোক নিয়োগ করা হয় :-

 

কনস্ট্রাক্শন লেবার , ম্যাসন , প্লাম্বার , পাইপ ফিটার ,পেইন্টার,  সেন্ড ব্লাস্টার , ড্রাইভার , ইনডোর ক্লিনার /লেবার , মসজিদ ক্লিনার ,  এয়ারপোর্ট ক্লিনার ,প্যাট্রোল পাম্প ওয়ার্কার , কফি শপ ওয়ার্কার  |

 

 

আমরা ওয়ার্কারে স্বার্থে কি, কি কাজ  করে থাকি :-

 

*  আমাদের কাছে যখন কোনো ব্যাক্তি সৌদিআরবে কাজের ভিসার ব্যাপারে আসে ,তাদেরকে কোম্পানি সম্বন্ধে সঠিক ধারণা দিয়া থাকি যেমন:-  কোম্পানির বেসিক স্যালারি কত ? কোম্পানির কাজের কন্ট্রাক্ট কত বছৰ ?

কোম্পানির কি কাজ? কোম্পানি কি সাপ্লাই কোম্পানি না ডাইরেক্ট কোম্পানি ?কোম্পানি এক্সট্রা ফ্যাসিলিটি আচে কিনা সেটা ওয়ার্কার দের জানানো চেষ্টা করি  |

* আমরা যখন কোনো ওয়ার্কার বিদেশে কাজের ভিসা নিয়া পাঠাবো তার আগে ওই কোম্পানি সম্বন্ধে খুব ভালো ভাবে জানার চেষ্টা করি , যদি দেখি ওই কোম্পানির অবস্থা ভালো না , তাহলে ওই কোম্পানিতে আমরা কোনো ওয়ার্কার পাঠাইনা |

নোট:-

আমরা কোনো রিক্রুটিং এজেন্সি না , আমরা কিছু অথেন্টিক এজেন্সির দ্বারা ভিসা গুলো প্রসেসিং করে থাকি , সে ক্ষেত্রে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই . আমরা ভিসা কন্সাল্টেন্সি হিসাবে কাজ করে থাকি |

 

ভিসার দাম কত :-

ভিসার দাম নির্ভর করবে আপনি কোন কোম্পানিতে যাবেন ? আপনার কি কাজ ?আমরা ভিসার দাম নিয়ে কোনো কম্প্রোমাইজ করিনা |

 

সৌদি আরবে কোম্পানি ভিসার আকামা সম্পর্কে  গুরুত্ব পূর্ন কথা :-

সৌদিয়া আরবে যারা কোম্পানি ভিসাতে যাবেন , তাদের আকামা কোম্পানি করে দিবেন, এই আকামা করার আগে কোম্পানি আপনাকে মেডিকেল করাবে .| আপনি মেডিক্যালে ফিট হলে আপানর আকামা জন্য সমস্ত কাগজ পত্র সৌদি আরবের ইমিগ্রেশন অফিসে জমা দেবে , এই আকামা বাহির হইতে মিনিমাম ৩ মাস সময় লাগে অনেক সময় ৪ থেকে ৫ সময় মাস লেগে যায় , এতে চিন্তার কোনো কারন নাই, কারন যতদিন পর্যন্ত আপনার আকামা বাহির না হবে ততদিন পর্যন্ত কোম্পানি আপনার থাকা এবং খাওয়ার সব কিছু বহন করবে | আপনার  আকামা বাহির হলে কোমপানি আপনাকে কাজ দেবে | অনেক কোম্পানি আকামা বাহির হবার আগে কাজ দেয়,এই গুলো কোম্পানি সৌদিআরবে খুবই কম | তাই কোনো দেশে যাবার আগে, ওই দেশের নিয়ম কানুন ভালো ভাবে জেনে নিবেন | এতে আপনার উপকার হবে |